প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়েছে সারা বাংলাদেশে আরও ২২ হাজার ১ শত ১টি গৃহ ও ভূমিহীন পরিবার। আজ বুধবার (০৯ আগস্ট) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এসব ঘর হস্তান্তর এর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় তিনি মাদারিপুর,গাজীপুর,নরসিংদী, রাজশাহী,জয়পুরহাটসহ দেশের ১২টি জেলার সকল উপজেলাসহ ১২৩টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষনা করেন।এরই আলোকে মৌলভীবাজার সদর উপজেলা কে গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬ উপজেলায়ও আশ্রয়ণ-২ প্রকল্পের চতুর্থ ধাপের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘরের দলিল পেয়েছে মৌলভীবাজার জেলার ৬শত ৪৩ টি পরিবার। বুধবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ উপলক্ষে প্রথম ধাপে আলোচনা অনুষ্ঠান ও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রদর্শন করা হয়।
মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ।এ সময় তিনি বলেন বলেন ভবিষ্যতে বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবেনা।মানুষের জীবনযাত্রা পাল্টে যাবে।দারিদ্র বিমোচন হবে,মানুষ স্বাবলম্বী হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসন -৩৬ এর সংসদ সদস্য জোহরা আলাউদ্দিন,জেলা পুলিশ সুপার মোঃ মনজুর রহমান ( পিপিএম বার) ,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন,মৌলভীবাজার জেলার সহকারি কমিশনার ( ভূমি) সাদিয়া সুলতানা,মৌলভীবাজার সদর উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ
এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ,গন্যমান্য ব্যক্তিবর্গ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার প্রাপ্ত পরিবারবর্গ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পরবর্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর হস্তান্তরের পর পরই তার পক্ষে নির্বাচিত ভূমিহীনদের মাঝে জমির কবুলিয়তনামা ও ঘরের চাবি তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, ৬টি উপজেলার ৬শত ৪৩টি পরিবারের মধ্যে মৌলভীবাজার সদর উপজেলায় ১৬৫টি,কুলাউড়া উপজেলায় ৪৮টি ,বড়লেখায় ৮০ টি ,এবং জুড়ী উপজেলায় ৭৫ টি, কমলগঞ্জ উপজেলায় ১১৩টি এবং শ্রীমঙ্গল উপজেলায় ১৬২টি পরিবারের মাঝে চাবি হস্তান্তর করা রয়েছে।
এর মধ্যে ১ম পর্যায়ে ৯৮ জন, ২য় পর্যায়ে ৫০ জন, ৩য় পর্যায়ে ৫৯ জন এবং ৪র্থ পর্যায়ে ১৪৭ জনকে গৃহ প্রদান করা হয়। অবশিষ্ট ৯ জনকে স্থানীয় সহায়তায় গৃহ প্রদান করা হয়েছে। ২২ মার্চ প্রধানমন্ত্রী কর্তৃক রাজনগর উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে মর্মে পত্র পাওয়া গেছে। মৌলভীবাজার জেলার মোট ৪ হাজার ৬১১ জন গৃহহীন ও ভূমিহীন এর মধ্যে ইতোমধ্যে, ১ম পর্যায়ে ১ হাজার ১২৬টি, ২য় পর্যায়ে ১ হাজার ১৫১টি গৃহ হস্তান্তর করা হয়েছে। ৩য় পর্যায়ে নির্মিত ৭৭৯টি গৃহের মধ্যে ৬৫৫টি গৃহ পূর্বে হস্তান্তর করা হয়েছে ও ৪র্থ পর্যায়ে ৬ শত ৪৩ টি ঘর প্রদান করা হলো।
সর্বশেষ আপডেট: ৯ আগস্ট ২০২৩, ১৬:০৩
পাঠকের মন্তব্য