মৌলভীবাজার জেলার পর্যটন সমৃদ্ধ উপজেলার শ্রীমঙ্গল থানা পরিদর্শন করেছেন এ জেলার নবাগত পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার)।
শুত্রুবার ৪ আগস্ট পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) শ্রীমঙ্গল থানায় এসে পৌঁছালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার পুলিশ সুপার ৩৯;কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরে থানা প্রাঙ্গণে পুলিশ সুপার মো. মনজুর রহমান পিপিএম (বার) কে শ্রীমঙ্গল থানার একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ধসঢ়;) সুদর্শন কুমার রায়।
শ্রীমঙ্গল থানা পুলিশের পক্ষ থেকে অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার থানা প্রাঙ্গণ এবং থানার আশপাশ ঘুরে দেখেন। এ সময় নবাগত পুলিশ সুপার থানার ব্যারাক, খাবারের মেস, অস্ত্রাগার, থানা মালখানা, বিভিন্ন দাপ্তরিক নথিপত্র ও মামলা সংক্রান্ত বিষয় পর্যালোচনা করে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সর্বশেষ আপডেট: ৪ আগস্ট ২০২৩, ১৬:২৩
পাঠকের মন্তব্য