৪০ বছর ধরে সাগরে ইলিশ শিকার করে জেলে জীবন পাড় করছেন তিনি।
অনেক স্বপ্ন নিয়ে ছেলে মানুষ করার আশায় ছাড়তে পাড়ছেন না এই জেলে পেশা।
শুরু থেকে ছেলের ভালো রেজাল্ট আরো স্বপ্ন বাড়িয়ে দিয়েছে তার, ভার্সিটিতে পড়েন তাঁর ছেলে,
নিজে সুতোয় বুনেন জাল অবরোধ শেষ আবার
রুপালি ইলিশ শিকার করতে রওনা হবেন গভীর সমুদ্রে
ছেলে বড় হবে, মনে এমন স্বপ্ন মনে জীবনের শেষ ইচ্ছের কথা গুলো এইভাবেই জানিয়েছেন আমাদের।
ছেলেকে পড়াতে এখনো তিনি হাল ছাড়েন উত্তাল সমুদ্রে যেখানে জীবনের নেই কোন মায়া।
জলন্ত মোমের মতো নিজে জ্বেলে জ্বেলে আলো
দিয়ে যাচ্ছে পরিবার ও এই সমাজের বিত্তশালী মানুষদের
উপকূলের এক জেলের বাস্তব জীবন নিয়ে
দেখুন সেই বাস্তব গল্প।
পাঠকের মন্তব্য