শ্রীমঙ্গলে চা শ্রমিকদের আর্থিক অনুদান প্রদান

ছবি মুক্তিবাণী
ছবি মুক্তিবাণী
মৌলভীবাজার প্রতিনিধি ॥

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মাঝে এককালীন আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। রোববার (৩০ জুলাই) দুপুরে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‍‍`জিটুপি‍‍` পদ্ধতিতে শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ৫০৩ জন উপকারভোগীর মাঝে নগদ ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৫১ লক্ষ ৫ হাজার টাকার এককালিন নগদ অর্থ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে নগদ অর্থ তুলে দেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।

কালিঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোয়েব হোসেন চৌধুরী শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম সরদার, যুবলীগ নেতা সাবের আহমেদসহ কালীঘাট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

সর্বশেষ আপডেট: ৩১ জুলাই ২০২৩, ০০:২৯
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও