বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে নয়াপল্টনসহ আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। আনুষ্ঠানিকভাবে দুপুর ২টায় সমাবেশ শুরুর আগেই এসব এলাকা নেতাকর্মীদের পদচারণায় কানায় কানায় পূর্ণ হয়ে গেছে।
একদিকে মতিঝিল শাপলা চত্বরের মোড়, অন্যদিকে কাকরাইল মসজিদ, শান্তিনগর মোড়, আরেকদিকে পল্টন মোড়ে ছাড়িয়ে গেছে নেতাকর্মীদের ভিড়।
ঢাকা মহানগরসহ সারা দেশের ইউনিয়ন থেকে জেলার সব ইউনিটের বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন। প্রচণ্ড গরম উপেক্ষা করে তারা এতে অংশ নিয়েছেন।
অংশ নেওয়া নেতাকর্মীদের জন্য ভ্রাম্যমাণ টয়লেটসহ পানির ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া অন্তত ১২টি অ্যম্বুলেন্স প্রস্তুত রাখতে দেখা গেছে। এখন মূল মঞ্চ থেকে জেলাপর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন।
জুমার নামাজ ও খাবারের জন্য এক ঘণ্টা বিরতি দেওয়ার কথা মূলমঞ্চ থেকে জানানো হয়েছে।
সর্বশেষ আপডেট: ২৮ জুলাই ২০২৩, ১৪:২৯
পাঠকের মন্তব্য