ইমার্জিং এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামীকার শুক্রবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিবারাত্রির ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ৩০ মিনিটে।
এদিন আরেক সেমিফাইনালে কলম্বোর পি সারা ওভালে স্বাগতিক শ্রীলংকার প্রতিপক্ষ পাকিস্তান।
এই টুর্নামেন্টে যারা ভালো করেছেন তাদের এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ক্যাম্পে রাখা হবে। নির্বাচক হাবিবুল বাশার ছেলেদের পারফরম্যান্সে খুশি।
তিনি বলেন, যখন যার দরকার পারফর্ম করেছে, কেউ খারাপ করলে অন্যজন পুষিয়ে দিয়েছে। সেমিফাইনালে একটু চাপ থাকেই। ভারত ভালো দল। তারা ভালো খেলছে। আমরাও প্রস্তুত। আশা করি, ভালো একটি ম্যাচ হবে। আমাদের প্রত্যাশা ফাইনাল খেলা।
আফগানিস্তানকে ২১ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে সাইফ হাসানের দল।
হাবিবুল বাশার বলেন, আফগানিস্তানের সঙ্গে ম্যাচ অবশ্যই সাহস বাড়িয়েছে ছেলেদের। হাইস্কোরিং ম্যাচ ছিল। সবমিলিয়ে টুর্নামেন্টে আমরা ভালো খেলছি। সেমিফাইনালে ভালো খেলতে পারলে সাহস আরও বাড়বে।
সর্বশেষ আপডেট: ২১ জুলাই ২০২৩, ০০:২৬
পাঠকের মন্তব্য