১৫ ই জুন রাতে শ্রীমঙ্গল থানার এসআই/মোঃ রফিকুল ইসলাম, এসআই/মিয়া নাসির উদ্দিন আহম্মদ, এসআই/মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০২ (দুই) বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ০৫ জন আসামী গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেনঃ-জিআর-২৬৯/২০১০ (শ্রীমঙ্গল) মামলায় ০২ (দুই) বছরের সাজা পরোয়ানাভুক্ত আসামী ১। আলতাফুর রহমান, পিতা-মৃত এছাক মিয়া, সাং-আশিদ্রোন তিতপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, ননজিআর-১৪২/২০ (শ্রী:) এর পরোয়ানাভুক্ত আসামী ২। মকবুল মিয়া, পিতা-নজির মিয়া, সাং-সুইলপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার, পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফতার ৩। সুফিয়ান ওরফে সোবহান (২৭), পিতা-ফজল গাজী, সাং-কামারকান্দি, জয়সন্ডি ইউপি, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার, ৪। জাফর উল্ল্যাহ টিটু (২৯), পিতা-বেলায়েত হোসেন, সাং-কামারবাড়ি, ডাকঘর: আলী মিয়ার বাজার, থানা-সন্দীপ, জেলা-চট্টগ্রাম এবং ফৌঃ কাঃ বিধি আইন ১৫১ ধারায় গ্রেফতারকৃত আসামী আসামী ৫। মোঃ শাকিল মিয়া (২২), পিতা-মৃত জব্বর আলী, সাং-গিয়াস নগর, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজার এ/পি সাং-শাহীবাগ, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার।
সকল আসামীদের অদ্য ১৬ জুলাই ২০২৩ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
সর্বশেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩, ১৬:২৬
পাঠকের মন্তব্য