বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মৌলভীবাজার কর্তৃক অস্ত্র সহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রশিক্ষণের নাম-অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (০১ম ধাপ):২০২৩ শুভ উদ্ধোধন করা হয়। মৌলভীবাজার জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ে সম্মেলন কক্ষে ১ম ধাপে ২১ দিন মেয়াদী ৮০ জন ৭টি জেলাসহ অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মুহাম্মদ মেহেদী হাসান পরিচালক ২৪ আনসার ব্যাটালিয়ন ও রেঞ্জ কমান্ডার (অতিরিক্ত দায়িত্ব) সিলেট রেঞ্জ, সিলেট। প্রশিক্ষণের (১১ ও ১২) জুলাই দুই দিনে রিসোর্স পার্সন (বক্তা) হিসেবে ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রশিক্ষনের সাথে জড়িত প্রশিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষনার্থী বৃন্দ।
মৌলভীবাজার জেলার ৭টি উপজেলা থেকে বাচাইকৃত ৮০ জন ভিডিপি সদস্য এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। এর মধ্যে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া প্রশিক্ষণ কোসের নিয়েছেন।
সর্বশেষ আপডেট: ১৪ জুলাই ২০২৩, ০১:৩৪
পাঠকের মন্তব্য