মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের খালিশপুর গ্রামে অনাবাদি পতিত জমি আবাদের আওতায় আনয়নে কৃষকদের সাথে মতবিনিময়ের লক্ষ্যে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ জুলাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প এর অর্থায়নে সদর উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত সমাবেশে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম।
সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ইলিয়াস আহমেদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার এস.এম. নাগিব মাহফুজ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপপরিচালক (পিপি) নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি, সহকারী কমিশনার (ভূমি) মৌলভীবাজার সদর সাদিয়া সুলতানা, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বেলায়েত হোসেন ,কামালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আপ্পান আলী। সমাবেশে মৌলভীবাজার সদর উপজেলা কৃষি অফিসের সকল উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় ২৫০ জন কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
বক্তারা অনাবাদি জমি আবাদের আওতায় আনতে কৃষকদের সচেষ্ট হওয়ার পরামর্শ প্রদান করেন। আসন্ন রোপা আমন মৌসুমে স্বল্পজীবনকালীন জাতের ধান আবাদ করে পরবর্তীতে সরিষা আবাদ এবং নিজেদের বসতবাড়ি ও আশেপাশের জায়গায় বিভিন্ন ফসল আবাদ করবেন বলে মতামত ব্যক্ত করেন উপস্থিত কৃষকেরা।
সমাবেশ শেষে প্রধান অতিথি ড. উর্মি বিনতে সালাম খালিশপুর এতিমখানা প্রাঙ্গণে একটি আমের চারা রোপন করেন ও পরবর্তীতে প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন। শেষে প্রধান অতিথি ড. উর্মি বিনতে সালাম খালিশপুর এতিমখানা প্রাঙ্গণে একটি আমের চারা রোপন করেন ও পরবর্তীতে প্রকল্পের আওতায় স্থাপিত প্রদর্শনী ও অন্যান্য কার্যক্রম পরিদর্শন করেন।
সর্বশেষ আপডেট: ১১ জুলাই ২০২৩, ০১:০৮
পাঠকের মন্তব্য