বাংলাদেশ-ভুটান ম্যাচের যে দৃশ্যটি ভাইরাল

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

ভুটানকে ৩-১ গোলে হারিয়ে ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দল। একটি করে গোল করেছেন শেখ মোরসালিন ও রাকিব হোসেন। অন্যটি আত্মঘাতী। ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত এই ম্যাচের একটি দৃশ্যের ভিডিও এবং স্থিরচিত্র ইতোমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ম্যাচ শেষে দুই দলের ফুটবলাররা যখন শুভেচ্ছা বিনিময় করছেন, তখন বাংলাদেশের দুই ফুটবলারকে দেখা যায় হাটু দিয়ে মাঠের মধ্যে বসে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে। দুজনের একজন বিশ্বনাথ ঘোষ আর অপরজন মোহাম্মদ হৃদয়। তারা মাঠেই পাশাপাশি বসে নিজ নিজ ধর্মীয় রীতি অনুযায়ী সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছিলেন। এটি যেন বাংলাদেশের আবহমান কালের অসাম্প্রদায়িক চেতনার বাস্তব ছবি, যা দেখল গোটা বিশ্ব।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৯ সালে সাফের সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ। এরপর গত পাঁচ আসরে সঙ্গী হয়েছে গ্রুপ পর্ব থেকে বিদায়ের ব্যর্থতা। ২০০৩ সালে একবারই এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। ফাইনাল খেলেছিল ২০০৫ সালের আসরে।

আগামী ১ জুলাই চলতি আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ কুয়েত।

এ নিয়ে স্যোসাল মিডিয়ায় নেটিজনরা তাদের প্রশংসায় ভাসাচ্ছেন।

হাছান মাহমুদ নামে একজন লিখেছেন, এ রকম বাংলাদেশ সবসময় দেখতে চাই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমরা একসাথে মিলেমিশে থাকতে চাই।

দোলা বিশ্বাস নামে একজন লিখেছেন, বাংলার এই রুপ স্থায়ী হোক। কাঁধে কাঁধ মিলিয়ে যেন এই দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি।

শওকত নামে একজন লিখেছেন, অসাধারণ এই দৃশ্য। এ ছবিটি ফিফার ওয়েবসাইটে প্রকাশ পাওয়া উচিত। এটি প্রতিটি বাঙালির প্রার্থনা হওয়া উচিত।

সর্বশেষ আপডেট: ৩০ জুন ২০২৩, ০২:০৬
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও