ঈদুল আজহা উপলক্ষে দেয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট জো বাইডেন মুসলমানদের শুভেচ্ছা জানিয়েছেন।
এতে বলা হয়, ‘ঈদের ঐতিহ্যগুলো হযরত ইব্রাহিম (আঃ) ও তার পরিবারের স্রষ্টার প্রতি চূড়ান্ত আনুগত্যের গল্প এবং স্বার্থহীনতা, দান ও অপেক্ষাকৃত কম ভাগ্যবানদের সেবা করার গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়।’
বিবৃতিতে আরো বলা হয়, ‘এ বছর প্রথমবারের মতো হোয়াইট হাউজ মুসলিম সম্প্রদায়ের নেতাদের সাথে ঈদুল আজহা উদযাপন করছে… মার্কিন যুক্তরাষ্ট্রে, আমরা লক্ষ লক্ষ মুসলমানের আবাসস্থল হতে পেরে গর্বিত, যারা আমাদের দেশের সাংস্কৃতিক কাঠামোকে সমৃদ্ধ করে এবং আমাদের অভিন্ন সমৃদ্ধিতে অবদান রাখে।’
বিবৃতিতে আশা প্রকাশ করা হয়, ঈদুল আজহার চেতনা মুসলমানদের জীবনে আনন্দ, শান্তি ও ঐক্য বয়ে আনবে। সূত্র : ভয়েস অব আমেরিকা
সর্বশেষ আপডেট: ২৯ জুন ২০২৩, ১০:৫৬
পাঠকের মন্তব্য