মৌলভীবাজারের জুড়ী উপজেলা ছাত্রলীগের ৭ নেতাকে সাময়িক বহিস্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
বৃহস্পতিবার (১৫ জুন) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক প্যাডে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাপ্ত তথ্যে জানা যায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন বিরোধী, শৃঙ্খলা পরিপন্থী, অপরাধমূলক এবং মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এই ৭ নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়।
তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জয়, জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইদুল ইসলাম, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য হুমায়ুন রশীদ, আসরাফ উদ্দিন, আলিম উদ্দিন, মামুন আহমদ ও হৃদয় আহমদ।
বহিস্কৃত জায়ফরনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তার বক্তব্য পাওয়া যায়নি।
বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, অপরাধমূলক এবং সংগঠন বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্হা নেওয়া হয়েছে।
সর্বশেষ আপডেট: ১৬ জুন ২০২৩, ১৮:৪৮
পাঠকের মন্তব্য