ইন্টার মায়ামিকে বেছে নিলেন মেসি

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

লিওনেল মেসির বার্সেলোনায় ‘ফিরতে চাওয়া’, সৌদি আরবের ক্লাব আল হিলালের আকাশছোঁয়া পারিশ্রমিকের প্রস্তাব-গত কদিনে ডালপালা মেলা এইসব শব্দ গুঞ্জন মিথ্যে হয়ে গেল। ইউরোপিয়ান ফুটবলের পাঠ চুকিয়ে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি জমালেন আর্জেন্টাইন তারকা।

বাংলাদেশ সময় বুধবার মধ্যরাতে মেসি নিজেই নিশ্চিত করেন তার মায়ামিতে যোগ দেওয়ার বিষয়টি।

“আমি মায়ামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখনও চুক্তির সব কাজ সারতে পারিনি।”

“এখনও কিছু বিষয় বাকি আছে। তবে আমরা এই লক্ষ্যে সামনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

মেসির ভবিষ্যৎ ঠিকানা ঘিরে যত আলোচনা চলছিল, তার মধ্যে সবচেয়ে বেশি উড়ো খবর ছিল তার সৌদি লিগে যাওয়া নিয়ে। গত কয়েক দিনে আবার তার বার্সেলোনায় যাওয়ার সম্ভাবনার খবরও বেশ জোরাল হয়।

এইতো গত সোমবারই যেমন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি বার্সেলোনায় গিয়ে কাতালান ক্লাবটির সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠকে বসেন। পরে হোর্হে মেসি এটাও বলেন যে, তিনি তার ছেলেকে আবার কাম্প নউয়ে দেখতে চান।

এতে অনেকেই দুইয়ে-দুইয়ে চার মিলিয়ে মেসির পুরনো ঠিকানায় ফেরার জোর সম্ভাবনা দেখতে শুরু করে। কিন্তু দুদিন পরই সব পাল্টে গেল।

নতুন চ্যালেঞ্জের খোঁজে যুক্তরাষ্ট্রের ফুটবলে যোগ দিলেন রেকর্ড সাতবারের ব্যালন দ’র জয়ী।

সর্বশেষ আপডেট: ৮ জুন ২০২৩, ০১:৪৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও