মৌলভীাজারে মাদক সেবন এবং বিক্রি, ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাকিল খান কে গ্রেফতার করেছে মৌলভীবাজার পুলিশ।
শাকিল মৌলভীবাজার শহরের কোট রোডেঅবস্থ ভান্ডারী ষ্টোরের লিটন খান ভান্ডারীর ছেলে। সে দৃঘ দিন ধরে মাদক বিক্রি ও সেবন করে আসছিলো।
মৌলভীবাজার সদর মডেল থানা সুত্রে জানা যায়,রাতে এসআই মাহবুবুল আলম, ও এএসআই রেজাউলসহ পুলিশের একটি দল পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি শাকিল খানকে গ্রেফতারের বিশেষ অভিযান পরিচালনা করেন।
শনিবার ২৯ এপ্রিল রাত অনুমান ২ টায়র দিকে সদর উপজেলার আমৈতল ইউনিয়নের কদুপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
নাম প্রকাশে অনইচ্ছুক কয়েক জন বলেন শাকিল সুদু মাদক সেবন বা বিক্রিই করে না,সে যুব সমাজকে নষ্ট করছে। এর আগে মৌলভীবাজার থানা পুলিশ তাকে ধরে হাতকড়া লাগিয়ে থানায় নেবার সময় সে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যায়। তার জন্য এলাকায় সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে । এবার শুনেছি পুলিশ ধরেছে। ধরে কি লাভ হবে,কোর্টে চালান করবে আবার জামিনে বেরিয়ে আসবে।
এসেই শুরু হবে তার সাবেক কিচ্ছা কাহিনী। সাধারন মানুষ শাকিলের ভয়ে কথা বলতে চায়না। তবে তারা বলছে সরকার চাইলে এসব মাদক ব্যাবসা বন্ধ করতে পারেন।
এদিকে মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নিয়মিত বিভিন্ন অভিযান পরিচালনা এবং মাদক ব্যবসায়ীদের চিহ্নিতও করছে, এবং ধরছে, কিন্তু ধরে রাখতে পারছে না। কারণ তাদের বিভিন্ন রূপ ও পরিচয় আছে। যেমন রাজনৈতিক রূপ, সামাজিক রূপ, ব্যবসায়িক রূপ এমনকি প্রশাসনিক রূপও আছে। এটা বন্ধ করতে হলে সবাইকে একতাবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।
সর্বশেষ আপডেট: ১ মে ২০২৩, ১৫:৪৫
পাঠকের মন্তব্য