এবার ভয়াবহ ভূমিকম্প নিউজিল্যান্ডে

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ডের বিস্তীর্ণ এলাকা। সোমবার সকালেই ৭.২ রিখটার স্কেলে ভূমিকম্প হয় দক্ষিণ গোলার্ধের দেশটিতে। ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্মাডেক আইল্যান্ড। যদিও এখনও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তীব্র ভুমিকম্প হলেও এখনও সুনামি সতর্কতা জারি করেনি নিউজিল্যান্ডের প্রশাসন। তবে সমুদ্রে যেতে আপাতত বারণ করা হয়েছে সকলকে।

সপ্তাহের প্রথম কাজের দিনেই কেঁপে ওঠে নিউজিল্যান্ডের উত্তরদিকে অবস্থিত কার্মাডেক দ্বীপটি। সেন্টার ফর সেসমোলজির তরফে টুইট করে জানানো হয়, “৭.২ রিখটার স্কেলে কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় বেলা একটা নাগাদ ভূমিকম্প হয় কার্মাডেক দ্বীপে। মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরেই ছিল কম্পনের উৎসস্থল।”

কম্পনের মাত্রা বেশ তীব্র হলেও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কারণ কার্মাডেক দ্বীপে সেভাবে মানুষের বসতি নেই। প্রাকৃতিক সম্পদে ভরা এই দ্বীপে মাঝে মাঝে গবেষণা করতে যান বিজ্ঞানীরা। সোমবারের কম্পনের সময়ে ওই দ্বীপে কেউ ছিলেন না বলেই আপাতত জানা গিয়েছে। প্রসঙ্গত, ভূমিকম্পপ্রবণ হিসাবে বরাবরই পরিচিত নিউজিল্যান্ডের উত্তরে অবস্থিত এই দ্বীপ।

তবে সমুদ্রে ঘেরা দেশ নিউজিল্যান্ডে এখনও জারি হয়নি সুনামি সতর্কতা। সেদেশের আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সেরকম বড় বিপর্যয়ের আশঙ্কা নেই আপাতত। নিউজিল্যান্ড ছাড়াও প্রতিবেশী দেশ গুলিতেও ভূমিকম্পের জেরে সুনামির সম্ভাবনা নেই বলেই অনুমান। তবে সাধারণ মানুষকে বলা হয়েছে তাঁরা যেন আপাতত সমুদ্রে না যান। সূত্র: এএফপি।

সর্বশেষ আপডেট: ২৪ এপ্রিল ২০২৩, ২১:৪০
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও