ঈদযাত্রায় কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি: বিআরটিএ

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

ঈদযাত্রায় কোথাও কোনো যানজট সৃষ্টি হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার। একইসঙ্গে যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। 

বুধবার গাবতলী টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, বিআরটিএ সদর কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। আমরা কন্ট্রোল রুম থেকে ১৩০টা ক্যামেরার মাধ্যমে যেসব জায়গায় যানজট হয়, সেসব জায়গায় আমরা মনিটরিং করছি। কোথাও যানজট হলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। গত দুই-তিন দিন আমাদের কাছে যে তথ্য আছে, তাতে কোথাও কোন যানজট সৃষ্টি হয়নি। কোনো ধরনের অভিযোগ আমাদের কাছে নেই। এমনকি অতিরিক্ত ভাড়া আদায়েরও তেমন কোনো অভিযোগ আমাদের কাছে নেই।

সকাল থেকে বাস টার্মিনাল পরিদর্শন শেষে নিজের অভিজ্ঞতা থেকে নুর মোহাম্মদ বলেন, বাস টার্মিনালগুলো ঘুরে দেখলাম যাত্রীদের ও রকম ভিড় নেই। লম্বা ছুটির কারণে যাত্রীদের বাড়ি ফেরায় তাড়াহুড়া কম। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ঈদের আগে ও পরে সাত দিন রাস্তায় থাকবেন, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়।

সর্বশেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৩, ১৫:২১
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও