রমজান মাস উপলক্ষে টিসিবির কার্যক্রম শুরু !

বিশেষ প্রতিনিধি :

মৌলভীবাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।


বুধবার মৌলভীবাজার জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।


এ সময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শরীফ উদ্দিনসহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।


টিসিবি সূত্রে এ তথ্য জানা গেছে। কার্ডধারী ভোক্তারা সর্বোচ্চ এক কেজি চিনি ৬০ টাকা দরে কিনতে পারবেন। মসুর ডাল ৭০ টাকা দরে দুই কেজি, ভোজ্যতেল লিটার ১১০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার, ছোলা ৫০ টাকা দরে এক কেজি এবং শুধু মাত্র ঢাকা শহরের জন্য ১০০ টাকা দরে সর্বোচ্চ এক কেজি খেজুর ক্রেতারা নিতে পারবেন।

সর্বশেষ আপডেট: ১৬ মার্চ ২০২৩, ১৮:৩২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও