মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ মাকে হত্যার অভিযোগে ঘাতক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর মাকে হত্যার দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি প্রদান করেছে ছেলে।
মঙ্গলবার (৮ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে কমলগঞ্জ থানায় দায়েরকৃত হত্যা মামলার তদন্তকারী অফিসার এসআই হারুন অর রশীদ চৌধুরীর নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে আলীনগর চা বাগান এলাকা থেকে নিজ মাকে হত্যায় অভিযুক্ত ছেলে সাধন নুুনিয়াকে গ্রেপ্তার করেন। সকালে সাধন নুনিয়াকে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে বিকেলে সে নিজের দোষ স্বীকার করে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করে।
কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, গত মঙ্গলবার ৭ মার্চ দুপুর ১টার দিকে কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে তুচ্ছ ঘটনা নিয়ে মা দেওন্তি নুনিয়ার (৪৫) এর সাথে তার ছেলে সাধন নুনিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে ছেলে সাধন তার হাতে থাকা লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে। ছেলের লাটির আঘাতে দেওন্তি নুনিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে দেওন্তি নুনিয়াকে শমশেরনগর চা বাগান সংলগ্ন ক্যামেলিয়া হাসপাতালে নিয়ে যায়। এসময় ঘাতক ছেলে সাধন নুনিয়া ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। ওই দিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মা দেওন্তি নুনিয়ার মৃত্যু হয়।
সর্বশেষ আপডেট: ৯ মার্চ ২০২৩, ০০:৩৫
পাঠকের মন্তব্য