অটোচালকের আঘাতে প্রাণ গেল যাত্রীর

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

সিলেটে অটোরিকশাচালকের লাথিতে মারা গেছেন এক যাত্রী। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার অভিযুক্ত অটোচালককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

এসএমপির শাহপরাণ থানার ওসি সৈয়দ আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহত জালাল উদ্দিন একজন ক্যান্সার রোগী। নগরীতে কেমোথেরাপি শেষে গত বুধবার সন্ধ্যায় বটেশ্বর বাজারে গিয়ে নামেন। এ সময় ভাড়া নিয়ে অটোরিকশাচালক আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অটোচালক জালালের তলপেটে লাথি মারেন। ওই সময় জালাল মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিলেটের মোগলাবাজার থানার করিমপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে অটোরিকশাচালক আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। হত্যা মামলা দায়ের করে জালালের পরিবার। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

 

সর্বশেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারী ২০২৩, ০২:২৪
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও