কুমিল্লায় ৫শ’বোতল ফেন্সিডিল, ৪৫ কেজি গাঁজাসহ ৪ জন আটক

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

কুমিল্লায় পৃথক দুইটি অভিযানে ৫০০ বোতল ফেন্সিডিল, ৪৫ কেজি গাঁজা ও এক বোতল বিদেশী মদসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি অভিযান দল ৩ ফেব্রুয়ারী রাতে কুমিল্লা সদরের মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫০০ বোতল ফেন্সিডিল’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করে।


আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন নোয়াখালী জেলার শ্যামবাগ থানার দেবিসিংপুর গ্রামের মৃত নূর ইসলাম এর ছেলে মোঃ শাহীন (৩০) এবং একই জেলার বেগমগঞ্জ থানার মুরাদপুর গ্রামের মোঃ নুরুন্নবী এর ছেলে মোঃ আইয়ুব নবী @ শাকিল (২২)।


পৃথক আরেকটি অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব এর একটি অভিযানিক দল ৩ ফেব্রুয়ারী রাতে সদরের আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৫ কেজি গাঁজা ও ১ বোতল বিদেশীসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক হওয়া মাদক ব্যবসায়ীদ্বয় হলেন চাঁদপুর জেলার চেঙ্গাচর থানার উত্তর মতলব গ্রামের আশরাফুল আলম এর ছেলে মোঃ শামীম (৩০) এবং ফেনী জেলার সোনাগাজী থানার পক্কিয়া গ্রামের আবু তৈয়ুব এর ছেলে মোঃ রাফি (২২)।


এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

সর্বশেষ আপডেট: ৩ ফেব্রুয়ারী ২০২৩, ১৭:২৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও