জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে একটি বেসরকারি টেলিভিশনের লাইভ সংবাদ উপস্থাপনের সময় সাংবাদিকের বুম কেড়ে নেওয়ার ঘটনায় পুলিশ কনস্টেবল মো. শাহিনুর রহমানকে ক্লোজড করা হয়েছে। ওই কনস্টেবলকে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা। সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
ফারুক হোসেন বলেন, রোববার বিএনপিরি এমপিদের পদত্যাগ বিষয়ে নাগরিক টেলিভিশনে লাইভ সম্প্রচার করার সময় ডিএমপির প্রতিরক্ষা বিভাগের কনস্টেবল মো. শাহিনুর রহমান সাংবাদিকের বুম কেড়ে নিয়ে দায়িত্ব পালনে বিঘ্ন ঘটান। এ বিষয়টি ডিএমপি গুরুত্বের সঙ্গে আমলে নিয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে ওই ঘটনার প্রতিবাদ জানিয়ে এক বিবৃতি দিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা। বিবৃতিতে তারা বলেন, সাইদ আরমান তার পেশাগত দায়িত্ব পালন করছিলেন। লাইভ চলাকালে তার কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নিয়ে তাকে হেনস্তা করা হয়েছে। তাকে হুমকি দেওয়াও ন্যক্কারজনক। এটা স্বাধীন ও মুক্ত সাংবাদিকতার অন্তরায়। ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান নেতারা। একই সঙ্গে প্রশাসনকে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা করার আহ্বান জানান তারা।
এ বিষয়ে নাগরিক টেলিভিশনের প্রধান প্রতিবেদক শাহনাজ শারমীন বলেন, পুলিশ আগ বাড়িয়ে রিপোর্টারকে হেনস্তা করেছে। যা লাইভেই দেখা গেছে। তিনি ওই পুলিশের এমন আচরণের তীব্র প্রতিবাদ এবং শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানান।
এ ঘটনায় এক বিবৃতিতে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি হারুন অর রশীদ ও সাধারণ সম্পাদক নাফিজা দৌলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সর্বশেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২২, ১৯:২৬
পাঠকের মন্তব্য