সমাবেশে সাধারণ মানুষের মাঝে পানি বিতরণের ব্যবস্থা করলেন..রেজিনা নাসের।

বিশেষ প্রতিবেদক :

বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশে আসা সাধারণ মানুষের মাঝে পানি বিতরণের ব্যবস্থা করেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও প্রয়াত অর্থ-পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের পুত্রবধু রেজিনা নাসের।


সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে বৃহস্পতিবার থেকে পানি বিতরণ কার্যক্রম শুরু হয়।


সামাবেশে আসা সাধারণ মানুষের মাঝে এই পানির বোতল বিতরণ করেছেন ছাত্রদল, যুবদল ও বিএনপির কর্মীরা।


তারা জানান, বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের তৃষ্ণা নিবারণের জন্য আমরা সকাল থেকেই পানির বোতল দিচ্ছি। ইতোমধ্যে কয়েক শত বোতল পানি দেওয়া হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের এই ব্যবস্থা করে দিয়েছেন।


দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে দেশের সবকটি বিভাগে গণসমাবেশ করছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামী ১৯ নভেম্বর সিলেটে হচ্ছে গণসমাবেশ। সিলেটের গণসমাবেশে অতীতের সব রেকর্ড ভাঙতে চায় বিএনপি। বিভাগের সব জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সমাবেশে উপস্থিত করার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধর্মঘটসহ অন্যান্য প্রতিবন্ধকতার কথা মাথায় রেখেই নেতাকর্মীদের সমাবেশে আনার জন্য বিকল্প যানের ব্যবস্থা এবং তাদের রাত্রিযাপনের জন্য নগরীর কমিউনিটি সেন্টার ও প্রবাসীদের বাড়িসহ নানামুখী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সর্বশেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২, ২০:১৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও