জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান রেল জাদুঘর এখন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে অবস্থান করছে।
শনিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এসে পৌছাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভ্রাম্যমাণ রেল জাদুঘর।
রেল জাদুঘরটি দর্শনার্থীদের জন্য অনুষ্টানিকভাবে উন্মুক্ত করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
এসময় উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, স্টেশন মাস্টার শাখাওয়াত হোসেন, সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধিপ তালুকদার প্রমূখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী নিয়ে তৈরী বঙ্গবন্ধু ভ্রাম্যমান রেল জাদুঘরটি ৬ টানা দিন রেলস্টেশনে অবস্থান করবে। প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ১টা ও বিকেল ৪টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
সর্বশেষ আপডেট: ১২ নভেম্বর ২০২২, ১৫:২৪
পাঠকের মন্তব্য