বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজারে।
সমাবেশে জেলার সবকটি উপজেলা থেকে রঙিন টি শার্ট ও ক্যাপ পরে খন্ড খন্ড মিছিল সহকারে সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। আজ বুধবার বিকেলে মৌলভীবাজার জেলা যুবদলের আয়োজনে মৌলভীবাজার শহরের কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না।
জেলা যুবদলের সভাপতি জাকির উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মোহিতের পরিচালনায় সমাবেশে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, সহ-সভাপতি রেজিনা নাসের, সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না সরকারের সমালোচনা করে বলেন, এ সরকার ফ্যসিবাদি সরকার, দমন পীড়ন নির্যাতন, হামলা মামলা অব্যাহত রেখেছে। দেশনায়ক তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান এর নামে মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা সরকারের সাজানো এবং নতুন যড়যন্ত্রের অংশ। এগুলো প্রতিহত করতে হবে দেশনেত্রী খালেদা জিয়ার নামে সকল ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের আন্দোলনে শরিক হতে হবে। এছাড়া নিজ দলের শৃঙ্খলা রক্ষা করে চলার আজবান জানান। প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের আরও আন্তরিক হতে হবে,সামনের দিনগুলোতে সরকার পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে হবে।
সর্বশেষ আপডেট: ৩ নভেম্বর ২০২২, ০২:০২
পাঠকের মন্তব্য