এশিয়ার চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে পা রেখেছিলো শ্রীলঙ্কা। প্রতিপক্ষ পুঁচকে নামিবিয়া। হেসেখেলেই জিতবে—এমনটাই প্রত্যাশা ছিলো ক্রিকেটভক্তদের। কিন্তু বিধি বাম। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারানোর মাধ্যমে ’অঘটন’ ঘটিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর শুরু করলো নামিবিয়া।
অস্ট্রেলিয়ায় টর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রানের লড়াকু পুঁজি পায় নামিবিয়া। জবাবে ১ ওভার আগেই ১০৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।
ভিক্টোরিয়ার গিলংয়ে টস জিতে নামিবিয়াকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। শুরুটা ভালই করেছিলো শ্রীলঙ্কা। পাওয়ার প্লের ৬ ওভারে মাত্র ৩৫ রানে তিন উইকেট হারায় নামিবিয়া।
তবে এরপর ঘুরে দাঁড়ায় আফ্রিকার দেশটি। স্টেফান বার্ড আর অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের ৪১ বলে ৪৩ রানের জুটি স্থিতি দিয়েছে নামিবিয়াকে। তবে ইরাসমাসকে হারানোর কিছু পর বার্ড আর ডেভিড উইসির উইকেট খুইয়ে আবারও খাদের কিনারে চলে গিয়েছিল তারা।
এরপর নামিবিয়াকে চালকের আসনে বসান ইয়ান ফ্রাইলিঙ্ক আর জেজে স্মিট। দুজন মিলে সপ্তম উইকেট জুটিতে ৩৩ বলে যোগ করেন ৬৯ রান। শেষ চার ওভারেই তারা তোলে ৫৭ রান। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৮ বলে ৪৪ রান করেন ফ্রাইলিঙ্ক। অপরপ্রান্তে ১৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন স্মিট।
১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় এশিয়ার সেরা দলটি। দলীয় ১২ রানের মাথায় সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস (৬)। দলীয় ২১ রানের মাথায় ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় তারা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি লঙ্কান ব্যাটিং লাইনআপ।
ব্যাটারদের আসা-যাওয়ার মিছিলে যা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন ভানুকা রাজাপাকসে (২০) ও দাসুন শানাকা (২৯)। নামিবিয়ার বোলারদের তোপে শেষ পর্যন্ত ১৯ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
ব্যাট হাতে ৪৪ রানের পাশাপাশি বল হাতে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ইয়ান ফ্রাইলিঙ্ক।
সর্বশেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২, ২২:১৬
পাঠকের মন্তব্য