জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারে ৭ কেন্দ্রে ইভিএম ভোট…নিরাপত্তা জোরদার।

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী মিছবাহুর রহমান ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এখানে শুধু ৭টি সাধারণ ওয়ার্ড এবং ৩টি সংরক্ষিত নারী ওয়ার্ডে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।


সোমবার (১৭ অক্টোবর)  সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৭টি কেন্দ্রে ৯৫৬ জন উপজেলা চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান -মেম্বারসহ জন প্রতিনিধিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


জেলার ৭ উপজেলায় ৭টি সাধারণ ওয়ার্ডে ২১জনসহ মোট ২৮ জন প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।বাকি ৭ জন নারী প্রার্থী ৩ টি সংরক্ষিত নারী আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর ৭ টি কেন্দ্রেই ভোট নেওয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ। তবে চেয়ারম্যান পদের প্রার্থী আগেভাগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ায় এখানের সাধারণ মানুষের মধ্যে এই নির্বাচন নিয়ে তেমন কোনো আগ্রহ নেই।এমন পরিস্থিতিতেও মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন।


মৌলভীবাজার জেলা পরিষদের নির্বাচনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মীর নাহিদ আহসান মৌলভীবাজার২৪ ডট কমকে বলেন, আমাদের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইভিএম মেশিনগুলোও ঠিকটাক আছে। প্রিজাইডিং অফিসার সহ নির্বাচনে নিয়োজিত কর্মকর্তাদের আমরা প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়েছি।


তিনি আরোও জানান, মৌলভীবাজার জেলার ৭ উপজেলায় ৭টি ভোট কেন্দ্র। এগুলোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তার দায়িত্বে ৭ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাদের দায়িত্বে পুলিশ আনসার আজ থেকে কেন্দ্রে দায়িত্বের পালন করবেন।


পাশাপাশি র‍্যাব বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর টহলে থাকবে। মৌলভীবাজারে শতভাগ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে কোনো ঘাটতি নেই।

সর্বশেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২২, ২২:০৭
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও