বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে মৌসুমী পথনাটক কর্মসূুচিতে সিলেট বিভাগীয় প্রদর্শনী সভা ও নাটক অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (১৪ সিলেট বিভাগীয় অয়োজন মৌলভীবাজার পৌরসভা চত্বর বিকেলে অণুষ্টিত পথ নাটক উৎসব এর আলোচনা সভা ও নাট্যঅনুষ্টানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন নাট্যজন মীর জাহিদ আহসান,কেন্দ্রীয় নির্বাহী সদস্য সম্মিললিত সাংস্কৃতিক জোট, সামসুল আলম সেলিম, সিলেট বিভাগীয় প্রতিনিধিও কেন্দ্রীয় সম্মিলিত সাংস্কৃতিক জোট, আব্দুল মতিন সভাপতি মৌলভীবাজার সম্মিলিত সাংস্কৃতিক জোট, ফারজানা মালিক নিন্ম কেন্দ্রীয় নির্বাহী সদস্য সম্মিীরত সাংস্কৃতিক জোট,জালাল উদ্দিন রুমী নির্বাহী সদস্য বাংলাদেশ পথ নাটক পরিষদ, মনজুরে আলাম সিদ্দিকী নির্বাহী সদস্য বাংলাদেশ পথ নাটক পরিষদ।
স্বাগতবক্তব্য রাখেন শীতকালীন নিয়মিত মৌসুমী পাথনাটক কর্মসূচির আহবায়ক মো: শাহনেয়াজ।
অনুষ্টানে সভাপিতত্ব করেন বাংলাদেশ পথ নাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান।
আলোচনা সভা শেষে ৩টি পথ নাটত ও প্রদর্শনী হয়। নবশিথা নাঠ্যদল সিলেট এর প্রয়যাজনায় আটককুড়ে, রচনা ফরিদুর ইসলাম টুলু,নির্দেশনায় মৌসুমী চৌধুরী মৌ।
উচ্চাস থিয়েটার মৌলভীবাজার এর আন্তন চেথভ এর গল্প অবল্বনে নাটক কুকুরো, নাট্যরুপ আশিক সুমন,নিদের্শনায় গৌবিন্দ রায় এবং বাংলাদেশ পথনাটক পরিষদের নির্বাঞী কমিটির সদস্যবৃন্দের নির্মান উপস্থান এবং অবিনয় বাংলাদেশ পথ নাটক এর ইমপ্রোভাইজ প্রেডাকক্যন খেলা শেষে সমাপ্ত হয়।
সর্বশেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২২, ১০:১৬
পাঠকের মন্তব্য