বিশ্ব শিশু দিবস ও জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ।জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহেদা আক্তার।
তাওফিকা মুজাহিদের উপস্থাপনায় শিশু আলোচক হিসেবে বক্তব্য রাখে শৈশব সিংহ ও নুসরাত খানম নওশীন।
আলোচনাসভা শেষে প্রধান অতিথি চিত্রাংকন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন।
পরে প্রশিক্ষনার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সর্বশেষ আপডেট: ১১ অক্টোবর ২০২২, ২৩:৪৬
পাঠকের মন্তব্য