সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের ৯২তম জন্ম বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ অক্টোবর) ৯২তম জন্ম দিন উপলক্ষে নানা কর্মসূচী পালন করে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ,বাংলাদেশ। ওই দিন বাদ যোহর মৌলভীবাজার শহরতলীর কুচারমহল এলাকায় হজরত শাহ খোয়াজ (র:) এতিমখানা ও হাফিজয়া মাদ্রাসায় মিলাদ,দোয়া ও এতিম ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ এর প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক এমপি এম নাসের রহমান,সভাপতি সৈয়দ তৌফিক আহমদ,সহ-সভাপতি মো: বদরুল আলম,সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ড.মো: আব্দুল মতিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন বাবু, আজিজুর রহমান মনির, প্রচার ও প্রকাশনা সম্পাদক মু.ইমাদ উদ দীন,সদস্য এ্যাডভোকেট হাফিজ আব্দুল আলীম। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মোয়াজ্জেম হোসেন মাতুক,মো: হেলু মিয়া, সাংগঠনিক সম্পাদক বকশী মিছবাহ উর রহমান, কুলাউড়ার রাতগাঁও ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল,জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রুহেল আহমদ ও হজরত শাহ খোয়াজ (র:) এতিমখানা ও হাফিজয়া মাদ্রাসায় ছাত্র ও শিক্ষকরা। বিশ্যবরণ্য অর্থনীতিবীদ মরহুম এম সাইফুর রহমান ১৯৩২ খ্রীষ্টাব্দের ৬ অক্টোবর জন্মগ্রহণ করেন মৌলভীবাজারের বাহারমর্দনে।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর তিনি এক মর্মান্তিক সড়ক র্দূঘটনায় নিহত হন। তার শেষ ইচ্চানুযায়ী গ্রামের বাড়ি বাহারমর্দনে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সর্বশেষ আপডেট: ৭ অক্টোবর ২০২২, ০২:৫৫
পাঠকের মন্তব্য