দুই বাসের সংঘর্ষে নিহত ৯: বাসচালক গ্রেফতার !

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

রংপুরের তারাগঞ্জ উপজেলার খারুভাজ সেতুর কাছে দুই বাসের সংঘর্ষে ৯ জন নিহতের ঘটনায় জোয়ানা পরিবহনের বাসচালক দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। 


শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ইকরচালী বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাইওয়ে থানা পুলিশ। দেলোয়ার কিশোরগঞ্জ জেলা সদরের রঘুনন্দন গ্রামের বাসিন্দা।


বিষয়টি নিশ্চিত করে তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোর্শেদ বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাসটি ফেরত নেওয়ার জন্য মালিকপক্ষের লোকজন যোগাযোগ করছিল। আমরা বাসের চালক দেলোয়ারকে কৌশলে হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলি। শুক্রবার বিকালে দেলোয়ার কিশোরগঞ্জ থেকে তারাগঞ্জ উপজেলার ইকরচালি বাজারে আসে। বিষয়টি গোপনে জানতে পেরে হাইওয়ে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার দিন গাঁজা খেয়ে বাস চালানোর কথা স্বীকার করেছে দেলোয়ার। পরে রাতেই তাকে তারাগঞ্জ থানায় সোপর্দ করা হয়। যেহেতু তার নামে মামলা হয়েছে, সেই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হবে।’


প্রসঙ্গত, গত ৪ সেপ্টেম্বর তারাগঞ্জ উপজেলার মধ্যরাতে খারুভাজ সেতুর কাছে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। সেদিন রাত সাড়ে ১২টার দিকে রংপুর থেকে জোয়ানা পরিবহনের বাস সৈয়দপুরে যাচ্ছিলো। অপরদিকে ইসলাম পরিবহনের একটি বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিলো। রংপুর-দিনাজপুর সড়কের শলেয়াশাহ খারুভাজ সেতুর কাছে আসলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচ জন মারা যান। আহত হন কমপক্ষে ৩৫ জন। পরে আরও চার জনের মৃত্য হয়।


দুর্ঘটনাকবলিত জোয়ান পরিবহনের বাসে থাকা যাত্রীদের অভিযোগ ছিল, হেলপারের সঙ্গে গাঁজা সেবন করে বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। এ কারণে দুর্ঘটনা ঘটে। এরপর থেকে চালক দেলোয়ার পলাতক ছিল। ওই ঘটনায় হাইওয়ে থানার এসআই রেজাউল করিম বাদী হয়ে তারাগঞ্জ থানায় মামলা করেন। এরপর থেকে চালক দেলোয়ার ও তার হেলপারকে খুঁজছিলো পুলিশ।

সর্বশেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও