চেয়ারম্যান ওয়াদুদ বখসের অনিয়ম,স্বেচ্ছাচারিতা,দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন !

বিষেশ প্রতিবেদক মৌলভীবাজার :

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার ১০নং হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়াদুদ বখসের অনিয়ম,স্বেচ্ছাচারিতা,দুর্নীতি, ও ঘুষবাণিজ্য ও ইউনিয়নের বাসিন্দাদের হয়রানির প্রতিবাদে দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী ।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকালে হাজীপুর ইউনিয়নের কটারকোনা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন, জুনেদ মিয়া, আনছার আলী,শাহিন মিয়া,নিহারুন বিবি, কানাই বিবি প্রমুখ।

মানববন্ধনে চেয়ারম্যানের  বিরুদ্ধে ৭ ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব আনয়ন করে বক্তব্যে রাখেন। তারা হলেন,হাজীপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড’র সদস্য ও প্যানেল চেয়ারম্যান (১) নুর আহমদ চৌধুরী বুলবুল ,প্যানেল চেয়ারম্যান(২) আব্দুল মজিদ,প্যানেল চেয়ারম্যান ১,২ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সেলিনা আক্তার,২র্নং ওয়াড সদস্য শাইস্তা মিয়া,৭নং ওয়ার্ড সদস্য আব্দুল মুনিম,৩ নং ওয়ার্ড সদস্য মো: মোস্তাফিজুর রহমান, ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত সদস্য সেলীনা আক্তার।

মানবন্ধনে বক্তরা বলেন,তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক বরাবর ২৮ আগষ্ট ইউপি সদস্যরা একটি আবেদন প্রেরণ করেন  কিন্তু আজ পযর্ন্ত কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

জন্ম নিবন্ধনে সরকারি ফি ৫০ টাকা নির্ধারিত থাকলেও তিনি বাংলা জন্ম নিবন্ধন সনদে ২০০/ইংরেজী জন্ম নিবন্ধন সনদে ২০০ মোট ৪০০টাকা আদায় করছেন আমরা তাতে আপত্তি জানালেও তিনি না শোনে তাঁর মনগড়া সিদ্ধান্তে জনগনের কাছ থেকে আদায় করছেন। যা নিয়ে জনমনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তার বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানান এলাকাবাসি।

সর্বশেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও