দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ !

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

সাফ চ্যাম্পিয়নশিপের সদ্য শেষ হওয়া আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা নিশ্চিত করে বাংলাদেশ নারী ফুটবল দল। 


সাবিনা খাতুনের নেতৃত্বাধীন দলটি নিজেদের প্রথম খেলায় মালদ্বীপকে ৩-০ গোলের ব্যবধানে হারায়।


নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ।


তৃতীয় ম্যাচে সাফের রেকর্ড পাঁচ আসরের শিরাপাজয়ী ভারতকে ৩-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে যায় বাংলাদেশ।


সেমিফাইনালে বাংলাদেশ ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে পায় স্বাগতিক নেপালকে।


সোমবার নেপালের বিপক্ষে খেলতে নামার আগে অতীতে এই দলের বিপক্ষে আটবার মুখোমুখি হয় বাংলাদেশ। অতীতের সেই সাক্ষাতে ছয়বারই হারে বাংলাদেশ। দুইবার ড্র করার সুযোগ পায়।


কিন্তু রোববার নেপালের বিপক্ষে নবম সাক্ষাতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। নেপালের ঘরের মাঠ কাঠমান্ডুর দশরত স্টেডিয়ামে খেলার শুরুতেই (১৪ মিনিটে) গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন বদলি খেলোয়াড় শামসুন্নাহার।


এরপর ৪১ ও ৭৭ মিনিটে জোড়া গোল করে বাংলাদেশকে কাঙ্ক্ষিত ট্রফি উপহার দিতে অবদান রাখেন কৃষ্ণারানী সরকার।


নেপালের হয়ে আনিতা বেসন্ত একমাত্র গোলটি করেন।

সর্বশেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৩০
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও