আজিজ মেডিকেলের ম্যানেজারের উপর হামলা!

মুক্তিবাণী অনলাইন ডেক্স :

মৌলভীবাজারের জুড়ী আব্দুল আজিজ মেডিকেল সেন্টারের ম্যানেজার পঃজুড়ী ইউনিয়নের কালনীগড় গ্রামের তরুন চক্রবর্তীর পুত্র তাপস চক্রবর্তীকে একদল দূর্বৃত্তকারী চুরি ও রামদা দিয়ে হামলা করে মারাত্বক জখম করার ঘটনা ঘটেছে।


সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১১ টায় আমতৈল গ্রামের ঈদগাহ সংলগ্ন এলাকায়।


উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি জানান,কথা কাটাকাটির জের ধরে এ ঘটনার সুত্রপাত হয়েছে।


পুলিশ ও পরিবারসুত্রে জানা যায়,প্রতিদিনের মতো তাপস জুড়ী আব্দুল আজিজ মেডিকেল সেন্টারে কাজ শেষে মোটর সাইকেল নিয়ে বাড়ীতে ফেরার পথে গতকাল আমতৈল গ্রামের গৌরমোহন দাশের পুত্র অনুপম দাশের গায়ে সাইকেল লেগে গেলে অনুপম ক্ষিপ্ত হয়ে তাপসের সাথে কথা-কাটাকাটি হয়।

উপস্হিত এলাকাবাসী বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির আশ্বাস দিয়ে তাদের কে বিদায় করে দেন এবং এ বিষয় নিয়ে কেউ বাড়াবাড়ি না করার অনুরোধ জানান।

সোমবার সকালে তাপস বাড়ী থেকে জুড়ীতে আসার পথে ঘটনাস্হলে আসা মাত্র উৎপেতে থাকা অনুপম দাশ ও তার ভাই অসিত দাশ সহ ৪/৫ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে চুরি, রামদা দিয়ে পরিকল্পিতভাবে তাপসের উপর হামলা করে মারাত্বক জখম করে।


তাপসের সাইকেলে থাকা আরোহী একই গ্রামের রাখাল দাশের পুত্র ট্রাক চালক সুমন দাশ কে কিল ঘুষি লাটি দিয়ে আঘাত করে আহত করে।অন্য আরেকটি মোটর সাইকেলে সাথে আসা একই এলাকার ধিরেন্দ্র চন্দ্র শীল এর পুত্র ঝন্টু চন্দ্র শীল তাদের কে হামলাকারীদের বাঁধা দিতে গেলে আহত হয়ে স্হানীয় সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ীতে যান।


এলাকার লোকজন আহত তাপসকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার অবস্হার অবনতি দেখে মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়।


উপস্হিত লোকজন জানান, তাপসের হাতে পায়ে উরুতে মারাত্বক আকারের জখম হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


জুড়ী থানার অফিসার ইনচার্জ সন্ঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।ঘটনার সাথে জড়িতদের কোনো ছাড় দেয়া হবেনা।দ্রুত প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করা হবে।

সর্বশেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৮:৪২
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও