মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারে সংরক্ষিত মহিলা সদস্য ১জন এবং সাধারণ সদস্য পদে ৩ জনের মনোনয়ন বাতিল হয়েছে।
রোববার মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে ঋণখেলাপি এবং তথ্য গোপন রাখায় তাদের মনোনয়ন বাতিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন মুক্তিবাণী কে বিষয়টি নিশ্চিত করেন ।
শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জমা না দেয়ায় মৌলভীবাজার-২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী সৈয়দা জেরিন আক্তার, ঋণ খেলাপির দায়ে সাধারণ সদস্য পদপ্রার্থী ৭নম্বর ওয়ার্ডের মোঃ সাজেদুর রহমান সাজু, ৬নম্বর ওয়ার্ডের মোঃ মুছাব্বির আলী এবং হলফনামায় স্বাক্ষর না থাকায় ৪নম্বর ওয়ার্ডের মোঃ আওয়াল উদ্দিন আহমদ এর মনোনয়ন বাতিল হয়েছে বলে জেলা নির্বাচন অফিস ।
নির্বাচন কমিশন সূত্র জানায়, ঘোষিত তফসিল অনুযায়ী জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।
মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিষয়ে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর।
সর্বশেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৪
পাঠকের মন্তব্য