জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের বাহিরেও মনোনয়নপত্র ক্রয় করলেন আওয়ামীলীগের দুই জন।

মিছবাহুর রহমান,মুহিবুর রহমান তরফদার,এম এ রহিম শহীদ
মিছবাহুর রহমান,মুহিবুর রহমান তরফদার,এম এ রহিম শহীদ
মুক্তিবাণী অনলাইন ডেক্স :

মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের বাহিরেও মনোনয়নপত্র ক্রয় করলেন আওয়ামীলীগের দুই জন।


মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান,বর্তমান প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান। এর বাহিরেও আরও দু’জন আওয়ামীলীগ নেতা মনোনয়নপত্র ক্রয় করেছেন। জেলা পরিষদে অন্য দু’জন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র ক্রয়কৃতরা হলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার ও যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি এম এ রহিম শহীদ (সিআইপি)। এম এ রহিম শহীদ এর আগের দুই বারের নির্বাচনেও অংশ গ্রহন করেন।আগামীকাল মনোনয়ন দাখিলের শেষ দিন। আগামীকালই বুঝা যাবে কতজন চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করছেন।

---

বুধবার (১৪ সেপ্টেম্বর) জেলা পরিষদের সাধারন সদস্য পদে ১১জন ও সংরক্ষিত সদস্য পদে ১ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।


জেলা পরিষদ নির্বাচনে ১জন চেয়ারম্যান, ৭ জন সাধারন সদস্য ও ৩ জন সংরক্ষিত সদস্য নির্বাচিত হবেন। এই পদগুলো বিপরীতে এখন পর্যন্ত মনোনয়নপত্র ক্রয় করেছেন জেলা পরিষদ চেয়ারম্যান পদে ৩ জন, সাধারন সদস্য পদে ২৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ৭ জন।


আগামীকাল ১৫ সেপ্টেম্বর নমিনেশন দাখিলের শেষ দিন। বাছাই ১৮ সেপ্টেম্বর, প্রত্যাহারের শেষ দিন ২৫ সেপ্টেম্বর ও ভোট গ্রহন ১৭ অক্টোবর সোমবার। ভোট গ্রহন হবে ইভিএম এর মাধ্যমে।


বিষয়টি নিশ্চিত করেছেন,জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্ণিং কর্মকর্তা কৃষিবিদ মো: আলমগীর হোসেন।


উল্লেখ্য,দলীয় মনোনয়নের জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক মিছবাহুর রহমান, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি এম এ রহিম শহীদ (সিআইপি), জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাসুদ আহমদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল।

সর্বশেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২, ২২:৩৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও