মৌলভীবাজারে উদ্যোক্তা মেলা শুরু

মৌলভীবাজার প্রতিনিধি-

মৌলভীবাজার জেলা প্রশাসনের সহযোগিতায়  ‘উদ্যোক্তা মেলা’২০২২ এর উদ্ভোধন করা হয়।


সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে দিনব্যাপী শহরের বেঙ্গল কনভেনশন হলে এ মেলার আয়োজন করা হয়।


মৌলভীবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় ও আইডিই (ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজ) বাংলাদেশ কর্তৃক আয়োজিত এ মেলার উদ্বোধনী অধিবেশনে অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।


এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) সামসুদ্দিন আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান ও আইডিইর কৌশলগত অংশীদারিত্ব বিভাগের প্রধান মো. আফজাল হোসেন।


আয়োজক সুত্রে জানা যায়, দিনব্যাপী এই অনুষ্ঠনের মাধ্যমে গ্রামীণ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এমএসএমই) এবং যুবকদের জন্য ব্যবসা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি তাদের পণ্য প্রদর্শন, তাদের পরিষেবা, দৃষ্টিভঙ্গি এবং ধারণা বিনিময় করা হবে। এছাড়াও বাজার ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে সিলেট বিভাগে বসবাসকারী গ্রামীণ জনগোষ্ঠীর আয়, জীবিকা এবং সর্বোপরি গ্রামীণ পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে বলে জানা গেছে।


মেলায় ২৫টি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তি তাদের পণ্য ও পরিষেবার প্রতিনিধিত্ব করেছেন।

সর্বশেষ আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২২, ১৬:৪৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও