আজ (৩ সেপ্টেম্বর) চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানিয়েছেন ইতিমধ্যেই মৌলভীবাজারের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে ।
জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সিলেট জেলার ৯২টি চা বাগানের কয়েক হাজার শ্রমিকরা উপস্থিত হবেন। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সব প্রস্তুতি সম্পন্ন করেছে।
চা শ্রমিকদের দীর্ঘ ১৮ দিন ধর্মঘট পালনের পর ২৮ আগস্ট কাজে যোগ দেন শ্রমিকরা। প্রধানমন্ত্রীর নির্ধারিত মজুরি বাড়িয়ে ১৭০ টাকা করায় কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন চা শ্রমিকরা।
চা শ্রমিক ইউনিয়নের নেতার বলেন, চা শিল্পের প্রায় ১৬৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান চা শ্রমিকদের সাথে কথা বলবেন। এটা সত্যিই আনন্দের। আমরা প্রধানমন্ত্রীর কাছে নিজেদের দাবি-দাওয়ার কথা তুলে ধরবো।
সর্বশেষ আপডেট: ৩ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৭
পাঠকের মন্তব্য