৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বি এন পির বর্ণাঢ্য শোভাযাত্রা !

বিশেষ প্রতিবেদক মৌলভীবাজার :

মৌলভীবাজারে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মৌলভীবাজার জেলা কমিটি।


বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহরের কুসুমবাগ এলাকার সিলেট রোড থেকে শোভাযাত্রাটি বের করে এম সাইফুর রহমান রোড হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়।


এই শোভাযাত্রায় নেতাকর্মীদের ঢল নামে। এবং সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো মৌলভীবাজার শহর।


এর আগে জেলা বিএনপি’র সহ সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিজামের পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়।


এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি’র সহ সভাপতি ও সদর উপজেলা বিএনপি সভাপতি মোয়াজ্জেম হোসেন মাতুক, সহ সভাপতি ফয়সল আহমদ, হেলু মিয়া, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা যুবদল সভাপতি জাকির হোসেন উজ্জল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ইসহাক চৌধুরী মামনুন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক বকসি মিছবাহউর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রহিম রিপন, প্রচার সম্পাদক মো. ইদ্রিস আলী, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গোবিন্দ মোহন পাল, সহ দপ্তর সম্পাদক এডভোকেট রুনু কান্তি দত্ত, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপি’র সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ রশিদ, রাজনগর উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন মাস্টার, সাংগঠনিক সম্পাদক এনামুল হক চৌধুরী, কুলাউড়া উপজেলা বিএনপি নেতা রেদওয়ান আহমেদ, এম এ মজিদ, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান মনির হোসেন, জেলা কৃষক দলের আহবায়ক শামিম আহমদ, যুগ্ম আহবায়ক আব্দুল করিম ইমানি, জেলা বিএনপি সহ প্রচার সম্পাদক সৈয়দ ফয়সল আহমদ, সিনিয়র সদস্য শফিকুর রহমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম, জেলা জাসাসের সভাপতি রাসেল আহমদ, সদর উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শামিম জাফর, সিনিয়র সদস্য আজিজুল আলম কোরেশী (মান্নু), সদর উপজেলা যুবদলের আহবায়ক হাফেজ আহমেদ মাহফুজ, সিনিয়র যুগ্ম আহবায়ক আমির মোহাম্মদ, পৌর যুবদলের আহবায়ক শিপন আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক শিবলু আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপন, যুগ্ম সম্পাদক মুহিবুর রহমান সাজিব, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক জাবেদ আলী নাঈম, সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক জনি আহমেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু প্রমুখ।


শোভাযাত্রায় হাজারো নেতাকর্মীদের ঢল নামে। এসময় তাদের হাতে হাতে দলীয় পতাকা, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, এম সাইফুর রহমান ও এম নাসের রহমানের ছবি সম্বলিত প্লেকার্ড, ফেস্টুন এবং ব্যানার দেখা যায়। শোভাযাত্রায় মানুষের ঢল দেখে আশপাশের ও দোকানপাটের মানুষজন হাত নাড়িয়ে অভিনন্দন জানায়।


নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশে আজ গণতন্ত্র নেই। রাজপথে আমাদের মিছিল করার অধিকার নেই। মিছিল করতে গেলেই মামলা হামলার শিকার হতে হয়। দ্রুত তারেক রহমানের নামে সব মিথ্যা মামলা, পরোয়ানা প্রত্যাহার করে তাকে দেশে এসে রাজনীতি করতে দেওয়ার সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি মিথ্যা মামলায় সাজা দেওয়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে আটকে না রেখে তাকে স্থায়ী জামিন দেওয়ারও দাবি জানান।


এসময় নেতৃবৃন্দ আরও বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর দাবিতে যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে নস্যাৎ করতে পুলিশ ও সন্ত্রাসীদের হামলায় সারাদেশে অসংখ্য নেতা-কর্মী আহত হয়েছে। অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নারায়নগঞ্জের ফতুল্লায় যুবদলের একজন নিহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। অবিলম্বে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের হামলা বন্ধ না হলে দেশব্যাপী তীব্র গণআন্দোলন গড়ে তুলে এই অবৈধ ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে।

সর্বশেষ আপডেট: ১ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও