আজও শ্রমিক ধর্মঘট চলছে স্বজনহারা শোকাহত চা শ্রমিকেরা আজও দৈনিক মজুরি ৩০০ টাকা করার দাবিতে চা শ্রমিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে যাচ্ছেন।
মৌলভীবাজারের ৯২টিসহ দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকেরা অংশ নিচ্ছেন এ ধর্মঘটে। এতে শ্রমিকরাও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। পাশাপাশি অনেক শ্রমিক অনাহারে দিন কাটাচ্ছেন।
চা শ্রমিকেরা জানান, গতকাল আমাদের ৪ জন সদস্য একটি টিলা ধসের দূর্ঘটনা ঘটায় তাদের মৃত্যু হয়। আমরা স্বজন হারানোর বেদনা নিয়ে ১২ দিনের চলা এই আন্দোলনে যোগ দিয়েছি। আমাদের রোজগার বন্ধ রয়েছে। তার উপর রয়েছে বর্তমান সময়ে বাজার দ্রব্যমূল্যের ঊর্ধগতি। চা-শ্রমিকরা দৈনিক ১২০ টাকা মজুরি দিয়ে অনেকেই মানবেতর দিনযাপন করছেন।
তারা জানান, বাগান মালিকদের দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী মজুরী বৃদ্ধি করার কথা থাকলেও মালিকরা চুক্তি ভঙ্গ করছেন। চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি দীর্ঘদিনের। প্রতি বছর মজুরি বাড়ানোর কথা থাকলেও গত ৩ বছর ধরে মজুরি বাড়ানো হচ্ছে না। তাই আমাদের বাধ্য হয়ে কঠোর আন্দোলনের যেতে হয়েছে। এখন একমাত্র ভরসা মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে এর সুষ্ঠু সমাধান চান তারা।
এদিকে গতকাল মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাখাইছড়া চা বাগানের একটি টিলা ধসে মাটি চাপায় ৪ নারী চা শ্রমিকের মৃত্যুর ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারকে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অন্য দিকে শ্রমিকদের ১৪৫ টাকা মজুরী ঘোষনা প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এসেছে। এ বিষয়ে মৌলভীবাজার সার্কিট হাউসে বৈঠক হবে। বৈঠকে জেলা প্রশাসক, বাংলাদেশ শ্রম অধিদপ্তরের মহা পরিচারকসহ শ্রমিক নেতৃবৃন্দ থাকবেন।
সর্বশেষ আপডেট: ২০ আগস্ট ২০২২, ১৫:৫৪
পাঠকের মন্তব্য