আবারও জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। রাত ১০টার দিকে অকটেন, ডিজেল, পেট্রোল ও কেরোসিনসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে রাত ১২টার পর থেকে নতুন দাম কার্যকর হওয়ার বিষয়টি জানানো হয়। আর এতেই পুরনো দামে জ্বালানি কিনতে হুমড়ি খেয়ে পড়েছে গাড়িচালকরা।
শুক্রবার (৫ আগস্ট) রাতে মৌলভীবাজারের বেশ কয়েকটি ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিশ্ববাজারের সঙ্গে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে ডিজেল ও কেরোসিন ১১৪ টাকা, পেট্রোল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) দিবাগত রাত ১২টা থেকে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এদিকে কোন কোন ফিলিং স্টেশনে মজুদকরা জ্বালানি বিক্রি করতে নানা অজুহাতে বন্ধ রাখার খবর পাওয়া গেছে। এসব নিয়ে পেট্রোলপাম্পের বিক্রয়কর্মীদের সাথে গাড়িচালকদের বাকবিতণ্ডার ঘটনাও ঘটেছে।
অনেকে বালতি, বোতল, ড্রাম নিয়ে আসে তেল নিতে। কিন্তু অনেক পেট্রোলপাম্প রাতেই বন্ধ করে দেয়। আবার কয়েকটি পেট্রোলপাম্পে এক লিটার করে তেল দিয়েছে আর সেই তেল নিতে দুই থেকে আড়াই ঘন্টা লেগেছে।
মৌলভীবাজার শহরের চৌমুহনা সেন্ট্রাল রোডের পাশে খালি ময়দানের ব্যবসায়ী শিপু আহমদ জানান ৫ আগষ্ট রাতে তেল না দিয়ে ৬ আগষ্ট নতুন দামে তেল বিক্রির জন্য তেল দিচ্ছেনা। নতুন ভাবে তেলের দাম বাড়ায় পাম্প মালিকদের ঈদ লেগেছে।
বাইকচালক মিজান,সুহেল, সাকের বলেন কয়েক টা পেট্রোলপাম্প ঘুরে এসেছি কোন পাম্পে তেল পাচ্ছি না। যে পাম্পে তেল পেয়েছি তারা নতুন দামে তেল বিক্রি করছে।
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৮ নং মনসুর নগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শামিম আহমদ জানান, জ্বালানি তেলের প্রতিটি ফোটা এখন সোনার হরিণ যা দৌড়ে ধরা যাচ্ছেনা। সরকার বিশ্ব বাজারের সাথে মিল রেখে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষনা দিতেই মৌলভীবাজার সহ রাজনগর উপজেলায় পেট্রোলপাম্পে তেলের সংকট, ভিবিন্ন অযুহাতে অনেক পেট্রোলপাম্প বন্ধ করে দেয়।
সর্বশেষ আপডেট: ৬ আগস্ট ২০২২, ১৮:৪১
পাঠকের মন্তব্য