ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে.. দাবী চেয়ারম্যান রাহেল আহমদ।

বিশেষ প্রতিবেদক:-মৌলভীবাজার

মাদকের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ করায় ষড়যন্ত্রমূলক ভাবে মৌলভীবাজার রাজনগর উপজেলার ৩ নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল আহমদকে  জড়িয়ে সম্প্রতি বিভ্রান্তিমূলক একটি সংবাদ প্রচার করেন একটি ফেইজবুক পেইজ আমাদের মৌলভীবাজার নামে একটি পেইজে।

সেখানে দেখা যায় চেয়াম্যান রাহেল এলাকার একটি চোরকে চুরির বিষয়ে জিজ্ঞেক করছে। সেই ছবি দিয়ে  আমাদের মৌলভীবাজার ফেইজবুক পেইজে নিউজ করেছে চেয়াম্যান রাহেল আহমদ এর টর্চার সেলের তথ্য ফাশ।

এবিষয়ে চেয়ারম্যান রাহেল আহমদের সাথে কথা বলা হলে তিনি বলেন আমার নিজ এলাকার কিছু চিহ্নিত মাদকসেবী ও ব্যবসায়ীদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করি, এদিকে এলাকায় চোরের সংখ্যা বেড়ে গেছে । তাই সবাইকে আমি বলেছি মাদকসেবী ও ব্যবসায়ী এবং যারা চুরির সাথে জড়িত আছেন তারা সবাই ভাল হয়ে যান।

আমি আপনাদের সহযোগীতা করবো। টর্চার সেলের বিষয়ে তিনি বলেন আমার ঘরে আমি চোরকে চুরির বিষয়ে জিজ্ঞেক করচ্ছি এই ছবি আমার ঘর থেকে কেবা কারা তুলে বাহিরে প্রকাশ করেছেন। তার সুযোগ নিয়েছেন বিগত ৩নং মুনন্সিবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী সালেক।

তিনি আরো বলেন, ইউপি নির্বাচনে আমি বিপুল ভোটে জয় লাভ করায় একটি কুচক্রী মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমার রাজনৈতিক ও সামাজিক ইমেজ ক্ষুন্ন করার লক্ষে মিথ্যা সংবাদ পরিবেশন করে।

ঈর্ষান্বিত মহলটি এলাকার মাদকসেবী ও মাদকব্যবসায়ীসহ বিভিন্ন অসামাজিক কাজে লিপ্ত বখাটে যুবকদের কে হাত করে এ মিথ্যা সংবাদ প্রচারসহ আমার সমাজের কল্যানে নেওয়া বিভিন্ন অভিযানে বাধা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।’

প্রতিপক্ষরা এলাকায় উশৃঙ্খল ও অশালীন কাজে লিপ্ত থাকায় বাধা দেয়ায় আমার বিরুদ্ধে নানান ভাবে ষড়যন্ত্র করছে। মূলত প্রতিপক্ষরা সামাজিক ভাবে প্রতিহত হলেও সাবেক চেয়াম্যান সালেক এর  আশকারা পাওয়ায় তারা এলাকায় বেপরোয়া কর্মকান্ড পরিচালনা করছে। আমি তাদের বিরুদ্ধে প্রশাসনিক ভাবে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানাই।

তাছাড়া রাজনগর সহ সবাই জানে সাবেক চেয়াম্যান সালেক এর সাথে

আমার বিরুদ রয়েছে সে যে কোন সময় আমার ক্ষতি করতে পারে,এবং তাই করেছে।

সর্বশেষ আপডেট: ২৬ জুলাই ২০২২, ২০:০৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও