সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা করতে আরও অন্তত দুদিন সময় লাগবে। পানি সরলেও রানওয়ে পরিষ্কার আর নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষার জন্য এ সময় লাগবে বলে জানা গেছে।
গত শুক্রবার দুপুর পর্যন্ত ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ছিল। দুপুরের পর বিমানবন্দরের রানওয়ের শোল্ডার পর্যন্ত পানিতে ঢুবে যায়। রানওয়ের একাংশের লাইটিংগুলোও পানির নিচে চলে যায়।
এ কারণে সেদিন থেকে তিন দিনের জন্য এই বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়। এ বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী ফ্লাইটগুলো বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইন।
সোমবার ওসমানরী আন্তর্জাতিক বিমানবন্দরের সহকারী পরিচালক (সিএনএস) আবদুল গণি বলেন, বিমানবন্দর থেকে পানি নেমে গেছে। তবে ফ্লাইট চালু করতে অন্তত দুদিন সময় লাগবে। রানওয়ে পরিষ্কার করে ব্যবহার উপযোগী করতে হবে। এছাড়া রানওয়ের লাইটিং সিস্টেমের একটি অংশ পানির নিচে চলে গিয়েছিল, সেগুলো পরীক্ষা করা হচ্ছে।
সর্বশেষ আপডেট: ২০ জুন ২০২২, ২৩:০১
পাঠকের মন্তব্য