মনু নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে

বিশেষ প্রতিবেদক মৌলভীবাজার

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারে মনু নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঝুঁকিতে রয়েছেন নদী তীরের কয়েক লাখ বাসিন্দা। 

এদিকে জেলার কুশিয়ারা ও ধলাই নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। জেলার হাকালুকি, কাউয়াদীঘি, হাইলসহ বিভিন্ন হাওড়ের পানি বৃদ্ধি পেয়ে বন্যা দেখা দিয়েছে। এতে সাত উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।

পৌর শহরের মাইজপাড়া এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ৪৩টি ঘর তলিয়ে গেছে। চরম বিপাকে পড়েছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

তারা বলছেন, অপরিকল্পিতভাবে নদীর প্রতিরক্ষা বাঁধের বাইরে এসব ঘর নির্মাণ করায় বড় ধরনের ক্ষতি হয়েছে। ঘরে পানি উঠার পরও আশ্রয়ের জন্য আমাদের কোনো জায়গা দেওয়া হয়নি।

জেলা প্রশাসনের তথ্যমতে, পুরো জেলায় ৪২টি ইউনিয়ন প্লাবিত হয়েছে, পানিবন্দি ৪০ হাজার পরিবার ও জেলাজুড়ে ১০১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

সর্বশেষ আপডেট: ২১ জুন ২০২২, ১০:২৫
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও