রাজনগর উপজেলার ১নং ফতেপুর ২নং উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা নদীপারের প্রায় ৪/৫ হাজার মানুষ পানি বন্দী ।
সুনামপুর, রামপুর,সুপরাকানদী , কামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন কয়েক শত পরিবার।১নং ফতেপুর ইউনিয়নের আবদুল্লাহপুর কুশিয়ারা নদীর বাধ ও ৬নং টেংরা ইউনিয়নের আদিনাবাদ নামক স্হানে মনু নদীর বাধ ঝুঁকি পূর্ন ।
আশ্রয় কেন্দ্রগুলোতে শাহজান খাঁন তাৎক্ষনিকভাবে ব্যক্তিগত সহযোগিতা করেন।
বন্যা কবলিত মানুষের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খাদ্যা সামগ্রী পাটিয়েছেন যাহা ইতিমধ্যেই বিতরণের কাজ শুরু হবে।
কেন্দ্র পরিদর্শনের সময় ২নং উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান , উত্তরভাগ আওয়ামীলীগের সভাপতি / সম্পাদক ,ইউনিয়ন পরিষদের সদস্যা ,যুবলীগ ও ছাত্রলীগ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গের সাথে বন্যা পরিস্তিতি নিয়ে আলোচনা হয়।
আসুন আমরা পানি বন্দী মানুষের পাশে দাঁড়াই ও আল্লাহ যেনো এই বিপদ থেকে আমাদের রক্ষা করেন।
সর্বশেষ আপডেট: ১৯ জুন ২০২২, ১৭:৪৫
পাঠকের মন্তব্য