আহা! মোবাইলে চার্জ আছে বলে সিলেটের বিপদাপন্ন লোকজন এখন পর্যন্ত মুঠোফোনে উদ্ধারের সাহায্য চাইতে পারছে। বিদুৎ বন্ধ অলরেডি। কিছুক্ষণ পর তাদের হাহাকার শোনারও সুযোগ থাকবে না।
প্রতি মূহুর্তে পানি বাড়ছে। অনবরত বৃষ্টি নামছে। বাচ্চাদের কান্না। গরুর হাম্বা হাম্বা ডাক। গবাদিপশু ভেসে যাচ্ছে। মুরব্বিদের হা হু গোঙানির আওয়াজ। মা তার সন্তানকে হারানোর ভয়ে কাঁদছে। চোখের সামনে অনেককিছু হারিয়ে যাচ্ছে। বাবাদের অসহায় মুখ। আকাশ থেকে বৃষ্টি পড়ছে অনবরত। খাওয়ার কোনো ব্যবস্থা নেই। না আছে শোয়ার ব্যবস্থা, না আছে বসার উপায়।
এই মুহূর্তে দরকার উদ্ধার অভিযান। ট্রলার ও নৌকা দরকার।
এক মানবিক বিপর্যয় এসে পড়েছে সিলেটের বুকে। ইয়া আল্লাহ, রহম করুন।
সর্বশেষ আপডেট: ১৭ জুন ২০২২, ১৫:৩৫
পাঠকের মন্তব্য