প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারাদেশে আবারো গণটিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে।
রোববার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের টিকা কর্মসূচির পরিচালক ও লাইন ডিরেক্টর ডা: শামসুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, টিকা ক্যাম্পেইনে এক দিনেই ৮০ লাখ ডোজ টিকা দেয়া হবে। এ কর্মসূচি নিয়ে দুপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বিস্তারিত ব্রিফ করবেন। সেখানে তিনি বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরবেন।
এর আগে গত বৃহস্পতিবার এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, চলতি মাসেই আবারো বড় পরিসরে সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করা হবে। ক্যাম্পেইনের আওতায় এক কোটিরও বেশি মানুষকে টিকা দেয়া হবে। একইসাথে বর্তমান টিকাদান কর্মসূচিও চলমান থাকবে।
এ দিকে শনিবার স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া বলেন, ফাইজারের ৫০ লাখ ডোজ টিকা আছে। আরো ৭২ লাখ ফাইজারের টিকা পাওয়ার আশ্বাস রয়েছে। প্রতি মাসে চীন থেকে ২ কোটি টিকা আসবে। কোভ্যাক্স থেকে ১০ কোটি পাওয়া যাবে। এভাবে চলতি বছরের শেষের দিকে দেশের অর্ধের মানুষ টিকার আওতায় চলে আসবে।
সর্বশেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৩
পাঠকের মন্তব্য