দুর্নীতির অভিযোগে স্বাস্থ্যের ২৮৩৯ পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

দুর্নীতির অভিযোগে স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফারের প্রায় তিন হাজার পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে।

সোমবার নিয়োগ বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

নিয়োগে দুর্নীতির খবর গণমাধ্যমে আসার পর স্বাস্থ্য সেবা বিভাগ তদন্ত করেছিল।

সেই তদন্ত প্রতিবেদন দেখে স্বাস্থ্যমন্ত্রী তিন পদে জনবল নিয়োগের বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছেন বলে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব আনজুমান আরা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়।

এতে আরও বলা হয়, “যেহেতু তদন্ত প্রতিবেদনে লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা পাওয়া গেছে বলে উল্লেখ রয়েছে, সেহেতু নিয়োগ কার্যক্রম বাতিলপূর্বক অল্পসময়ে বিজ্ঞপ্তি প্রদান করে দ্রুত পুনরায় নতুন নিয়োগের ব্যবস্থা করা হোক।”

ইতোপূর্বে যারা আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই বলে চিঠিতে উল্লেখ করা হয়। তবে তাদের নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে হবে।

স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে বলা হয়েছে।

করোনাভাইরাস মহামারী শুরুর পর রোগীদের চিকিৎসা সেবা দেওয়া, করোনাভাইরাসের নমুনা পরীক্ষাসহ অন্যান্য কাজে জনবলের অভাবের বিষয়টি সামনে আসে।

গত বছরের ২৯ জুন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মেডিকেল টেকনোলজিস্টদের ৮৮৯টি, মেডিকেল টেকনিশিয়ানদের ১ হাজার ৮০০টি এবং কার্ডিওগ্রাফার পদে ১৫০ জনের নিয়োগ বিজ্ঞপ্তি দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

এই মহামারীকালে স্বাস্থ্য বিভাগের নানা দুর্নীতির খবরও প্রকাশ্য হয়।

সর্বশেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২১, ১৪:৪৩
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও