বিবিসির প্রতিবেদন: তালেবান ক্ষমতায় আসলে বিপদে পড়বে ভারত

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই নতুন করে আলোচনায় দক্ষিণ এশিয়ার রাজনীতি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ‘কট্টর ইসলামিক গোষ্ঠী’ তালেবানের ক্ষমতাগ্রহণে সবচেয়ে বিপাকে পড়তে পারে ভারত। আর আফগানিস্তানের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে চীন ও পাকিস্তান।

বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লিকে চাপে রাখতে কাবুল ঘিরে নতুন রাজনৈতিক খেলা শুরু করতে পারে বেইজিং ও ইসলামাবাদ। তবে তালেবান দেশটির ক্ষমতায় আসলেও আফগানদের প্রতি দিল্লির সমর্থন অব্যাহত রাখা উচিত বলে মনে করছেন অনেক ভারতীয়।

চলতি সপ্তাহেই আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করে তালেবান। এরপর থেকেই অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। এরইমধ্যে আফগানিস্তান থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে পশ্চিমা দেশগুলো। স্থগিত হওয়ার আশঙ্কায় বিদেশি বিনিয়োগ।

চলমান এসব সংকটের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতি। তালেবান ক্ষমতায় আসায় কারা লাভবান হচ্ছেন আর ক্ষতিই বা হচ্ছে কাদের তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

একদিকে তালেবানের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক, অন্যদিকে সীমান্ত নিয়ে চীন ও পাকিস্তানের তীব্র বিরোধ ভারতের। বিশ্লেষকরা বলছেন, নয়াদিল্লিকে চাপে রাখতে আফগানিস্তানকে নিয়ে বেইজিং ও ইসলামাবাদের মধ্যে রাজনীতির নতুন মেরুকরণ হতে পারে। তালেবানের পুনরুত্থানকে ভারতের পরাজয় আর পাকিস্তানের বড় জয় হিসেবেও দেখছেন অনেকে।

এদিকে ভারতীয় পর্যবেক্ষকরা বলছেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া হবে কি না, সেটিই এখন দিল্লির সামনে বড় চ্যালেঞ্জ। তবে তালেবানকে স্বীকৃতি দেওয়া হোক বা না হোক, সাধারণ আফগানদের প্রতি ভারত সরকারের সমর্থন অব্যাহত রাখা উচিত।

এমনকী আফগানিস্তানের অবকাঠামোগত উন্নয়নে ভারত যে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করেছে, তা নিয়ে আপাতত কোনো সংকট তৈরির আশঙ্কা নেই বলে উল্লেখ করেন পর্যবেক্ষকরা।

সর্বশেষ আপডেট: ২০ আগস্ট ২০২১, ১৭:১৮
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও