নতুন খেলোয়াড় হিসেবে লিওনেল মেসিকে পরিচয় করিয়ে দেবে পিএসজি। পাক দি ফ্রাঁসের সামনে সমর্থকদের ভিড়। মিনিটে মিনিটে সংখ্যা কেবল বাড়ছেই। কখনও মেসি-মেসি করে চিৎকার করছেন। কখনও শোনা যাচ্ছে তিনটি অক্ষর ‘এম-এন-এম’ পিএসজির আক্রমণভাগের তিন ফরোয়ার্ডের নামের আদ্যক্ষর। মেসি জানালেন, নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপের সঙ্গে জুটি গড়তে মুখিয়ে আছেন তিনি।
নেইমার ও এমবাপের জুটিই ডিফেন্ডারদের বুকে কাঁপন ধরানোর জন্য যথেষ্ট। এখন আবার যুক্ত হচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা মেসি। ত্রয়ীকে এক সঙ্গে দেখতে মুখিয়ে ভক্তরা।
মেসি ও নেইমার এর আগেও একটি ভয়ঙ্কর ত্রিফলা আক্রমণের অংশ ছিলেন। বার্সেলোনায় এই দুই জনের সঙ্গে ছিলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেস। স্প্যানিশ দলটির আক্রমণভাগ ছিল যে কোনো ক্লাবের জন্যই ভীতি জাগানিয়া। তিন মৌসুমে তারা করেছিলেন ৩৬৪ গোল, অ্যাসিস্ট ছিল ১৭৪টি।
বার্সেলানার সঙ্গে বিচ্ছেদের পর থেকেই জোরালো হওয়া গুঞ্জন সত্যি করে মঙ্গলবার দুই বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। পরের দিন ফরাসি ক্লাবটির নতুন ফুটবলার হিসেবে আসেন সংবাদ সম্মেলনে।
ক্যারিয়ারের নতুন যাত্রা নিয়ে মনের মাঝে খেলে যাওয়া রোমাঞ্চ লুকাননি ছয়বারের বর্ষসেরা ফুটবলার। নেইমার-এমবাপে ছাড়াও দলে নতুন যোগ দেওয়া খেলোয়াড়দের সঙ্গে মাঠে নামতে তর সইছে না ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের। সবাই মিলে দারুণ কিছুর জন্য আশাবাদী বার্সেলোনায় ২১ বছর কাটিয়ে আসা এই তারকা।
“আমি নিশ্চিত, আমরা অনেক উপভোগ করতে যাচ্ছি। সবকিছু এখনই শুরু করা যাক।”
“নেইমার ও এমবাপের সঙ্গে খেলাটা হবে দুর্দান্ত। অসাধারণ সব খেলোয়াড় দলে যুক্ত করা হয়েছে। অনুশীলন এবং লড়াই শুরুর জন্য আমার তর সইছে না। সেরা উপায়ে আমি এটা করব।”
সর্বশেষ আপডেট: ১১ আগস্ট ২০২১, ২৩:৫৯
পাঠকের মন্তব্য