সাবেক অর্থমন্ত্রী মুহিত সিএমএইচে

মুক্তিবাণী অনলাইন ডেস্ক :

করোনায় আক্রান্ত হয়ে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আবুল মাল আবদুল মুহিতকে ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। আবুল মাল আবদুল মুহিতের বোন শিপা হাফিজ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওনার শারীরিক অবস্থা ভালো আছে। তবে সতর্কতার জন্য ওনাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তিনি দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের করোনো ভাইরাসের পরীক্ষা করানো হয়। গত ২৫ জুলাই তার করোনা পরীক্ষায় পজিটিভ আসে।

একই সঙ্গে তার বড় ছেলে শাহেদ মুহিতও করোনায় আক্রান্ত হন। আবদুল মুহিতের ছোট ভাই পল্লী শিশু ফাউন্ডেশন ও রাজধানীর ডেল্টা হাসপাতালের চেয়ারম্যান এ এস এ মুয়িয সুজন সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেন। তিনি পরিবারের পক্ষ থেকে আবুল মাল আবদুল মুহিতের সুস্থতার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

২৭ জুলাই বিকেলে মুহিতের ব্যক্তিগত সহকারী কিশোর ভট্টাচার্য জনি জানিয়েছিলেন, ৩-৪ দিন আগে তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে চেকআপ করা হয়।

এদিকে বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) মারা গেছেন আরও ২৩৯ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ২৫৫ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ২৭১ জন। যা করোনা শনাক্তের নতুন রেকর্ড। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১২ লাখ ২৬ হাজার ২৫৩ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪ হাজার ৩৩৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১০ লাখ ৫০ হাজার ২২০ জন।

এর আগে গতকাল বুধবার (২৮ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩৭ জনের মৃত্যু হয়। এছাড়া করোনা শনাক্ত হয় সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের।

সর্বশেষ আপডেট: ২৯ জুলাই ২০২১, ২৩:০১
মুক্তিবাণী

পাঠকের মন্তব্য

ফেসবুকে

সর্বশেষ আপডেট

ভিডিও